ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাক-ভারত ম্যাচের পিচ খুঁড়ে ফেলার হুমকি

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০২ মার্চ ২০১৬

পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনার জের ধরে মঙ্গলবার স্টেডিয়াম ধর্মশালার পিচ খুঁড়ে ফেলার হুমকি দিল হিমাচল প্রদেশের স্থানীয় গোর্খা সম্প্রদায়। তারা জানিয়েছে, ধর্মশালায় কোনোভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচটি হতে দেবেন না।

রাজ্য সরকারকে পাঠানো এক চিঠিতে তাদের বক্তব্য, ‘পাঠানকোটে হামলার ঘটনায় হিমাচলের অনেক সেনাই প্রাণ হারিয়েছেন। এরপরেও ধর্মশালায় ম্যাচ চলার সময় পাকিস্তানের সমর্থকদের জয়ধ্বনি দিতে দেখা গেছে। পাঠানকোটের হামলায় যারা শহীদ হয়েছেন, ওই ঘটনাটাকে আমরা তাদের অবমাননা হিসেবেই দেখছি। এটা আমরা কিছুতেই সহ্য করব না। ওই ঘটনার পুনরাবৃত্তি চাই না বলেই ধর্মশালায় ম্যাচ আমরা কিছুতেই হতে দেব না। তার জন্য আমরা মার্চের চার তারিখে হিমাচল বিধানসভা ঘেরাও করব। ওই ম্যাচটি ধর্মশালা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আমরা মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠি দিয়েছি।’

সূত্রের খবর, সে ক্ষেত্রে ধর্মশালার ম্যাচটিকে কলকাতা বা ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

গোর্খা কল্যাণ বোর্ডের নির্দেশক অরুণ বিষ্ঠের কথায়, ‘আমরা ৮-৯ মার্চ পর্যন্ত অপেক্ষা করব। তাতে কাজ না হলে, আগামী ১২ মার্চ আমরা বড় বিক্ষোভ মিছিল বের করব ধর্মশালায়। তারপরেও যদি দেখা যায়, ধর্মশালা থেকে ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, তখন মার্চের ১২ থেকে ১৯ তারিখের মধ্যে যে কোনও দিন আমরা ধর্মশালার উইকেট খুঁডে ফেলব। সেটা মোটেই শোভনীয় হবে না জানি, কিন্তু আমরা নিরুপায়। কারণ, আমাদের শহীদ ভাইদের অপমান আমরা কিছুতেই সহ্য করতে পারব না।’

আইএইচএস/বিএ

আরও পড়ুন