ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয়ের পথে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১১ পিএম, ০২ মার্চ ২০১৬

জুজুর ভয় ছিল যেন মোহাম্মদ আমিরকে নিয়ে। কিন্তু সনাথ জয়সুরিয়ার স্টাইলে ডিপ স্টয়ারলেগ দিয়ে যখন তামিম ইকবাল আমিরকে হাওয়ায় ভাসিয়ে দিলেন, তখন সেই জুজু কেটে যাওয়ারই কথা। তবে, আমির জুজু কাটিয়ে ওঠার পরিকল্পনা করলেও, সম্ভবত পাকিস্তানি অন্য পেসারদের মোকাবেলার ছক কাটা হয়নি। সুতরাং, দ্বিতীয় ওভারেই পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দিলেন মোহাম্মদ ইরফান।

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মারলেও চতুর্থ বলে পুরোপুরি পরাস্ত হন তামিম। ফলে আবেদন করার সঙ্গে সঙ্গেই এলবিডব্লিউ আউটের ঘোষণা দিয়ে তামিমকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন আম্পায়ার।

তবে তামিম ফিরে গেলেও দুর্দান্ত কামব্যাক করলেন সাব্বির আর সৌম্য সরকার। দু’জনের ৩৩ রানের জুটির ওপর ভর করে ধীরে ধীরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল জয়ের দিকেই। তবে ইনিংসের ৯ম ওভারে বোলিং করতে এসে আবারও পাকিস্তানকে ব্রেক থ্রুক এনে দেন অধিনায়ক আফ্রিদি। ১৫ বলে ১৪ রান করা সাব্বিরকে বোল্ড করে ফেরত পাঠালেন তিনি।

তবে অপর ওপেনার সৌম্য সরকারের ব্যাটে সাবলিলভাবেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মুশফিকুর রহিমকে নিয়ে জুটি বেধে পাকিস্তানি বোলার এবং ফিল্ডারদের ঘাম ছুটিয়ে দিচ্ছেন সৌম্য।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান। উইকেটে রয়েছেন সাকিব এবং মাহমুদুল্লাহ।

আইএইচএস/বিএ

আরও পড়ুন