মিরপুরে টাইগারদের সামনে কাঁপছে পাকিস্তান
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে রীতিমত কাঁপতে শুরু করেছে পাকিস্তানি ব্যাটিং লাইনআপ। শুরুতেই আল-আমিন, আরাফাত সানি এবং মাশরাফিকের বলে একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আফ্রিদির দল। ১৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসেছে পাকিস্তানিরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়েছে পাকিস্তান। প্রথম ওভারে তাসকিনের দুর্দান্ত গতিময় বোলিংয়ের মুখে নিতে পেরেছিল মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে আল আমিন বোলিং করতে এসে প্রথম বলেই তুলে নিলেন ওপেনার খুররম মনজুরের উইকেট। ১ রান করেই ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিলেন খুররম।
বাংলাদেশি পেসারদের আক্রমণের সঙ্গে স্পিনারদের মায়াবী ঘূর্ণিতেও আচ্ছন্ন হয়ে যাচ্ছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। ইনিংসের চতুর্থ ওভারেই আক্রমণে নিয়ে আসা হয় স্পিনার আরাফাত সানিকে। ওভারের ৫ম বলেই শারজিল খানকে বোল্ড করে দিলেন আরাফাত সানি।
ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন অধিনায়ক মাশরাফি। তার ওভারের ৫ম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ১১ বলে ২ রান করে আউট হয়ে যান তিনি।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯ রান। উইকেটে রয়েছেন সরফরাজ আহমেদ এবং উমর আকমল।
আইএইচএস/আরআইপি