ঢাকা মেয়র কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ৩৮ নম্বর ওয়ার্ড
ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৮ নম্বর ওয়ার্ড। বুধবার (২২ ফেব্রুয়ারি) গোলাপবাগ খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ সিটির ১২ নম্বর ওয়ার্ডকে ৫ উইকেটে হারায় ৩৮ নম্বর ওয়ার্ড।
টসে জিতে ৩৮ নম্বর ওয়ার্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ১২ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান করে। জবাবে শামসুল ইসলাম অনিকের ৪৯ বলে অনবদ্য ১১৩ রানে ভর করে ৩৮ নম্বর ওয়ার্ড ১৭ ওভারেই ১৭৫ রান করে এবং ৫ উইকেটে জয়লাভ করে। ৩৮ নম্বর ওয়ার্ডের অনিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
এর আগে সকালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদসহ কমিটির অন্যান্য সদস্য, দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান মাঠে উপস্থিত থেকে সরাসরি খেলা উপভোগ করেন।
গত ৫ জানুয়ারি ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন হয়। এছাড়াও আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফুটবলের ফাইনাল খেলা ও টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার পর্দা নামে।
এমএমএ/বিএ/জিকেএস