ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নির্বাচন করতে ২৯ ফেডারেশন-অ্যাসোসিয়েশনকে এনএসসির নির্দেশ

রফিকুল ইসলাম | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩

নিজেদের খেয়াল-খুশিমতেই চলছে দেশের বেশিরভাগ ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন নেওয়ার পর সেই প্রতিষ্ঠানের নির্দেশনাই অমান্য করে আসছিল ওই ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো।

ক্রীড়াঙ্গনের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোয় নির্বাচিত কার্যনির্বাহী কমিটি থাকার নিয়ম থাকলেও সেটা মানছে না অনেকে। প্রতিষ্ঠার পর থেকে একই কমিটি দিয়ে ফেডারেশন-অ্যাসোসিয়েশন পরিচালনার উদাহরণও আছে।

এত ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন কেন? যুগ যুগ ধরে এ প্রশ্ন চলে আসলেও থেমে নেই নতুন নতুন অ্যাসোসিয়েশনের অনুমোদন। বেশিরভাগ অ্যাসোসিয়েশন অনুমোদন নেয় প্রভাব খাটিয়ে।

অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোক্তরা প্রথমে একটি খসড়া কমিটি তৈরি করে অনুমোদন দেওয়ার জন্য আবেদন করে জাতীয় ক্রীড়া পরিষদে। দেশের খেলাধুলার অভিভাবক সংস্থাটি যখন কোনো অ্যাসোসিয়েশনকে অনুমোদন দেয়, তখন তাদের নির্দেশনা থাকে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করার। সেই দ্রুততম সময় আর আসে না। অনুমোদন নেওয়া হয়ে গেলে আর ফেডারেশন-অ্যাসোসিয়েশনগুলো মানে না জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ম-কানুন।

সিংহভাগ ফেডারেশন-অ্যাসোসিয়েশন চলছে অনির্বাচিত কমিটি দিয়ে’-শিরোনামে জাগো নিউজে খবর প্রকাশিত হওয়ার পর নড়ে-চড়ে বসেছে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ওই সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ বলেছিলেন, ‘নির্বাচনের বিষয়ে কোনো ছাড় নেই। সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে নির্বাচন করতেই হবে। নির্বাচন আয়োজন করতে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে নির্দেশ দেবো। নির্বাচন আয়োজনের জন্য আমরা সহসাই ড্রাইভ দিচ্ছি।’

ড্রাইভ দিতে বেশিদিন সময় নেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। যে ফেডারেশনগুলোর নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে এবং যেগুলো চলছে অ্যাডহক কমিটি দিয়ে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ নিয়েছে এনএসসি। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ১০ মে। দীর্ঘ সময়েও তারা নতুন নির্বাচনের উদ্যোগ নেয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ মেয়াদ শেষ হওয়া জিমন্যাস্টিকস এবং অ্যাডহক কমিটি দিয়ে চলা ফেডারেশন ও অ্যাসোসিয়েশন মিলিয়ে ২৯ টিকে চিঠি দিয়ে নির্বাচন আয়োজন করার নির্দেশ দিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ স্বাক্ষরিত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে প্রেরণ করা চিঠিতে দেশের ক্রীড়াঙ্গনে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জরুরী ভিত্তিতে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এরই মধ্যে কয়েকটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণের নিশ্চয়তা দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠিও দিয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই মো. জাহিদ আহসান রাসেল এমপি ক্রীড়াঙ্গনে গণতন্ত্র ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছিলেন। ক্রীড়াঙ্গনে এত অনির্বাচিত ফেডারেশন ও অ্যাসোসিয়েশন দেখে নিজের খারাপ লাগার কথাও বলেছিলেন।

দায়িত্ব নিয়েই তিনি উদ্যোগ নিয়েছিলেন বিভিন্ন ফেডারেশনের নির্বাচন আয়োজনের। কয়েকটির নির্বাচন সম্পন্নের পর সেই উদ্যোগ থেমে গিয়েছিল করোনা মহামারিতে।

ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে পঞ্চম বছরে পা দিয়েছেন মো. জাহিদ আহসান রাসেল এমপি। জাতীয় নির্বাচনের আগে ক্রীড়াঙ্গনের সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন করতে তাঁর দেওয়া নির্দেশনার পরই জাতীয় ক্রীড়া পরিষদ নড়েচড়ে বসে ২৯টি ফেডারেশন-অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে।

যে ২৯টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ সেগুলো হচ্ছে-বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন, বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন, বাংলাদেশ ব্রিজ ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন, বাংলাদেশ গলফ ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ উশু ফেডারেশন, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন, বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রাগবি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কিকবক্সিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন।

আরআই/এমএমআর/জিকেএস