ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

প্রকাশিত: ১০:৫৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপে রোববার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে ৪৫ রানের বড় ব্যবধানে হেরে যায় টাইগার বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দৃর্বল দল আমিরাতের বিপক্ষে জয়ের ফলে হারের দুঃখটা কিছুটা ভুলে যায় মাশরাফিরা।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে সাব্বির-সৌম্যরা। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভালো নয়। ২০১৪ সালে ঘরের মাঠের সিরিজে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি টাইগাররা।


অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল নিয়ে এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ১৪ রানের জয়ের পর রোববার স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে লাসিথ মালিঙ্গার শ্রীলঙ্কা।

নবীন লঙ্কানদের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য খেলবে অপেক্ষাকৃত অভিজ্ঞ বাংলাদেশ। এবারের এশিয়া কাপে ভারতের সঙ্গে বড় ব্যবধানে পরাজয়ের পর আরব আমিরাতের বিপক্ষে নিজেদের খুঁজে পায় মাশরাফি বাহিনী।


বাংলাদেশ দল (সম্ভাব্য): সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তাজা (অধিনায়ক) আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা দল (সম্ভাব্য): দিনেশ চান্দিমাল, তিলেকারত্নে দিলশান, মিলিন্দা সিরিবর্ধনে, দাসুন শনাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, চামারা কাপুগেদেরা, শেহান জয়াসুরিয়া, নুয়ান কুলাসেকেরা, রঙ্গনা হেরাথ, দুষ্মন্ত চামিরা এবং লাসিথ মালিঙ্গ/থিসারা পেরেরা।

বিএ

আরও পড়ুন