ব্যাটসম্যানদের দুষলেন পাকিস্তান কোচ
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে গেছে পাকিস্তান। এদিন দলের বোলাররা দুর্দান্ত বোলিং করলেও ব্যাটসম্যানরা হতাশ করেছে তাদের। প্রথম সাত ওভারেই সেরা ছয় ব্যাটসম্যানদের হারিয়ে কোণঠাসা হয়ে পরে তারা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। তাই স্বাভাবিকভাবেই ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করালেন পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনুস।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমির অসাধারণ বল করেছে। এর জন্য আমরা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছি। কিন্তু ব্যাটসম্যানরা তাদের কাজ করতে পারেনি। প্রথম সাত ওভারেই যদি ছয় উইকেট হারিয়ে ফেলে তাহলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। তবে আমি জানি তারা চেষ্টা করেছে। আমাদের দিন ছিল না তাই হয়নি। তবে পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে।’
নিজেদের দলের ব্যাটসম্যানদের দুষলেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভোলেননি কোচ। ভারতীয় বোলিং ও ফিল্ডিংয়ের প্রশংসা করেন তিনি। এ নিয়ে বলেন, ‘শুধু আমাদের ব্যাটসম্যানদের দোষ দিলেও হবে না। ভারত চমৎকার বোলিং এবং ফিল্ডিং করেছে। তারা কিছু রান আউট করেছে যার দরুণ আমরা আর ম্যাচে ফিরতে পারিনি।’
উল্লেখ্য, আগামী সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান।
আরটি/বিএ