চ্যাম্পিয়ন্স লিগ টি-২০তে অংশগ্রহণ করবে পাকিস্তান
আগামী সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লীগে অংশ নিতে নিজেদের ঘরোয়া টি-২০ চ্যাম্পিয়ন লাহোর লায়ন্সকে পাঠাবে পাকিস্তান। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
জানা গেছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-২০ চ্যাম্পিয়ন দলগুলো এ টুর্নামেন্ট অংশ নেবে।
পিসিবির এক মুখপাত্র এএফপিকে বলেন, আমাদের চ্যাম্পিয়ন দল পাঠানোর জন্য আমরা আমন্ত্রণ পেয়েছি। সুতরাং সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এ ইভেন্টে আমাদের চ্যাম্পিয়ন দল লাহোর লায়ন্স অংশ নেবে।
বিসিসিআই সূত্রে জানা যায়, নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সম্ভাবনা নাকচ করে দিয়ে নিজেদের মাঠে এ টুর্নামেন্ট আয়োজন করার ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টুর্নামেন্ট শুরুর চুড়ান্ত সূচি এখনো ঘোষণা করা না হলেও ৭ সেপ্টেম্বর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টের প্রথম তিন আসরে পাকিস্তানের কোন দল অংশ নিতে পারেনি। গত মাসে আগামী আট বছরে উভয় দেশের মধ্যে ছয়টি সিরিজ আয়োজনের চুক্তি সই হওয়ার পর পিসিবি এবং বিসিসিআই উভয়েই দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুন:স্থাপনের আশা করছে।