আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন টাইগাররা
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ে তুলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ৫১ রানের দারুণ জয়ের পর হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে মনে করছেন দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।
শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে সাব্বির বলেন, ‘প্রথম ম্যাচ হারের পর আমাদের আত্মবিশ্বাস অনেকটা কমে গিয়েছিল। আমিরাতের সঙ্গে আমরা জিতেছি, ছোট-বড় হোক আমরা ম্যাচটি জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমরা খুব ভালোভাবে জিতেছি বলে আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। সামনের ম্যাচের জন্যে এটা অনেক ভালো হবে।’
আগামীকাল (রোববার) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদেরকে আলাদা করে ভাবছেন না সাব্বির। তার মতে টি-টোয়েন্টিতে দলগুলোর মাঝে খুব কম পার্থক্য থাকে। নিজেদের সেরাটা খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন এ হার্ডহিটার ব্যাটসম্যান। এ প্রসঙ্গে বলেন, ‘টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলতে কিছু নেই। এটা ১৯-২০ খেলা। আমরা শুধু শ্রীলঙ্কা না যে কোনো দলের বিপক্ষে সেরা খেলাটা খেলার চেষ্টা করব। যদি আমরা সেরাটা দিতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারব ‘
টি-টোয়েন্টিতে অন্যতম সেরা বোলার লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন এ পেসার। প্রথম ম্যাচে তার নমুনা কিছুটা দেখিয়েছেন তিনি। আমিরাতের ব্যাটিং লাইন আপ একাই গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। তারপরও মালিঙ্গাকে আলাদা করে ভাবছেননা সাব্বির। এ প্রসঙ্গে বলেন, ‘তাকে (মালিঙ্গা) নিয়ে আমাদের বিশেষ কোনো চিন্তা নেই। আমাদের বল টু বল খেলাটাই গুরুত্বপূর্ণ। কোন বোলার বল করছে সেই মুখ্য না। আমাদের বল টু বল খেলার দিকে যাবো।’
আরটি/আইএইচএস/আরআইপি