ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুস্তাফিজ অনেক বড় সম্পদ: মালিঙ্গা

প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

অভিষেকের পর থেকেই দুর্দান্ত বোলিং করে আসছেন বাংলাদেশের নতুন পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান। সে সুবাদে পৃথিবীর বড় বড় ক্রিকেটারদের সমীহ আদায় করে নিয়েছেন তিনি। এবার তাকে বাংলাদেশের অন্যতম সেরা সম্পদ বলে আখ্যায়িত করলেন টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে লঙ্কান টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও মুস্তাফিজ দারুণ এক সম্পদ। সে সত্যিই খুব ভালো খেলছে।’

মুস্তাফিজের পাশাপাশি পুরো বাংলাদেশের বোলিং লাইনআপের প্রশংসা করলেন মালিঙ্গা। তবে বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে কিভাবে খেলতে হবে তা ভালো করেই জানেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই বাংলাদেশের বোলিং বিভাগ বেশ ভালো। আমরা সবাই তা জানি। তারা যদি নিজেদের সেরাটা নিয়ে প্রস্তুত থাকে, আমরাও সেরাটা দিতে কালকের ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। বাংলাদেশের পেস আক্রমণ ঠেকানোর জন্য কী করতে হবে, তা আমাদের জানা আছে। বোলার কে, তা নিয়ে আমরা ভাবছি না; বরং একটা একটা বল খেলার চিন্তা করছি।’

উল্লেখ্য, রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধায় সাড়ে সাতটায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।

আরটি/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন