ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যর্থতার আবর্তেই ঘুরছেন সাকিব

প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ব্যর্থতা ছেড়ে বেরিয়ে আসতে পারলেন না সাকিব আল হাসান। আরব আমিরাতকে পেয়েও পারলেন না ফর্মে ফিরতে। ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে যখন ধুঁকছে বাংলাদেশ, তখনই মাঠে নামেন সাকিব আল হাসান। বাংলাদেশের ইনিংস মেরামত করে অনেক দুর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তার কাঁধে।

কিন্তু না, পারলেন না সাকিব। একের পর এক ব্যর্থতার আবর্তেই ঘুরপাক খাচ্ছেন তিনি। আজও আউট হয়ে গেলেন মাত্র ১৩ বলে ১৩ রান করে। একটি মাত্র বাউন্ডারি মারতে পেরেছিলেন তিনি। আমজাদ জাভেদের কোমরের উপরে আসা ফুলটস বলটিতে শট খেলতে গিয়েছিলেন সাকিব। কিন্তু বল ব্যাটের ভেতরের কানায় লেগে গিয়ে সোজা আঘাত হানলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন সাবিক।

এভাবে সাকিব বোল্ড হন খুব কমই। কিন্তু ব্যর্থতার ঘূর্ণাবর্তে ঘুরপাক খেতে খেতে এমন আউটও হতে হচ্ছে তাকে। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে সাকিব ফর্মে ফিরতে পারেন কি না সেটাই দেখার বিষয়।

আইএইচএস/এমএস

আরও পড়ুন