ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানি পেসারদের ভয় পায় না ভারত

প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানি পেসাররা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ধারাবাহিক পারফরম্যান্স করার পর এবার তাদের মিশন এশিয়া কাপ। মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আমির, মোহাম্মদ সামি এবং ওয়াহাব রিয়াজদের মত পেসাররা এবার পাকিস্তান বোলিং লাইনআপে; কিন্তু তবুও তাদের ভয়ের কোন কারণ দেখছেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। জানিয়ে দিলেন, এমন পেসারদের মোকাবেলা করার জন্য তাদের দৃঢ় ব্যাটিং লাইনআপ রয়েছে।

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুশীলন শেষে ভারতীয় ওপেনার রোহিত বলেন, ‘পাকিস্তানের বাঁ-হাতিসমৃদ্ধ বোলিং আক্রমণ। তাদের বোলিং আক্রমণ যে ভয়ানক তাতে কোনো সন্দেহ নেই। তবে আমরা আমাদের শক্তির দিকে মনোযোগ দিয়ে পরিকল্পনাগুলো সাজিয়ে নিতে চাই। আমাদের শক্তি হলো ব্যাটিং। আমরা উইকেটের ওপরও নির্ভর করব।’

এবার অনেকটাই ঘাসের উইকেট তৈরি করা হয়েছে মিরপুরের মাঠে। এমন উইকেটে ইরফান, আমির, সামি ও রিয়াজরা অনেক ভয়ংকর হয়ে উঠতে পারেন। তাদের কিভাবে মোকাবেলা করবেন জানতে চাইলে রোহিত বলেন, ‘মিরপুরের উইকেটে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং। টপ অর্ডার ব্যাটসম্যানদের সংগ্রাম করতে হয়। তবে এটা নিয়ে আমরা ভাবছি না। কারণ আমরা বড় স্কোর করছি। ক্রিকেট খেলায় এমন হবেই। আপনি উইকেট হারিয়ে ফেলবেন; কিন্তু এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের একটি দৃঢ় ব্যাটিং লাইনআপ রয়েছে।’

নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরে দারুণ খেলছেন মোহাম্মদ আমির। পিএসএলের প্রথম ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন তিনি। বিপিএলেও দুর্দান্ত ছিলেন এ পেসার। তাই তাকে কিভাবে মোকাবেলা করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমিরকে আগেও খেলেছি এবং অন্যদেরও খেলেছি। আমরা শুধুমাত্র একজনকে নিয়ে চিন্তা করছি না। প্রত্যেককে মাথায় রেখেই প্রস্তুতি নেয়া হচ্ছে। আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে এবং পাকিস্তানের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত। আমরা খুব দূরে তাকাচ্ছি না। কাল ম্যাচ জেতার জন্য যা করণীয় সবই আমরা করবো।’

আরটি/আইএইচএস/এমএস

আরও পড়ুন