ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দুঃসময় কাটছেই না সাকিবের

প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

বিপিএলে ব্যাট হাতে সফলতা না পেলেও বল হাতে সফল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান; কিন্তু এরপর থেকেই ব্যাট কি বল কিছুতেই যেন সফল হতে পারছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে নিষ্প্রভ থাকার পর বুধবার ভারতের বিপক্ষেও নামের প্রতি সুবিচার করতে পারলেন না এ অলরাউন্ডার।

মাঝে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) একটি ম্যাচছাড়া সম্পূর্ণ নিষ্প্রভ ছিলেন এ তারকা। শুধু ব্যাটিং-বোলিং নয় ফিল্ডিংও করেছেন খুবই বাজে। রোহিত শর্মার গুরুত্বপূর্ণ ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া করেছেন তিনি।

১১তম ওভারে ২৮ বলে রোহিত শর্মা ব্যক্তিগত ২১ রানে থাকা অবস্থায় সহজ একটি ক্যাচ ছাড়েন ও অলরাউন্ডার। এরপর ২৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। ফলে ১৬৭ রানের বড় সংগ্রহ পায় ভারত।

এদিন ব্যাট হাতে ৮ বল মোকাবেলা করে করেছেন ৩ রান। আর বল হাতে ৩ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে পেয়েছেন জুবরাজ সিংয়ের উইকেট।

এর আগে পিএসএলে প্রথম ম্যাচে ৫১ রানের ইনিংস খেলার পর শেষ সাত ম্যাচে করেছেন মাত্র ৭৫ রান। আর ৮ ম্যাচে উইকেট পেয়েছিলেন ৩টি।

আরটি/আইএইচএস/বিএ

আরও পড়ুন