ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০১:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ-ভারত। উদ্বোধনী ম্যাচেই টস জিতেছে বাংলাদেশ। তবে টস জিতে, শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।

উইকেট দেখেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। পুরো উইকেটই যেন সবুজ ঘাসে ঢাকা। পেসারদের স্বর্গরাজ্য তৈরী করার কারণে বাংলাদেশও মাঠে নেমেছে পুরো পেস শক্তি নিয়ে। চার পেসার নিয়ে মাঠে নেমে সবাইকে চমকেই দিয়েছে মাশরাফিরা। অপরদিকে ভারতীয় দলে মাত্র দু’জন পেসার। আশিষ নেহরা আর জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেষ রায়না, যুবরাজ সিং, এমএস ধোনি (অধিনায়ক), হার্দিক পাণ্ডে, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আশিস নেহরা।

আইএইচএস/এবিএস