ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুস্তাফিজকে ধোনিরা কেমন খেলে, দেখতে চান গাঙ্গুলি

প্রকাশিত: ১১:১০ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মাত্র ২০ বছর বয়স। এই বয়সেই বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারতের সামনে মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। ভারতের ওয়াসিম, ওয়াকার, শোয়েব কিংবা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাদের এতটা ভয় পেতেন কি না ভারতীয়রা, সেটা এখন রীতিমত গবেষণার বিষয় হযে দাঁড়িয়েছে।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তাই ভারতীয়দের বড় চিন্তার বিষয়ই হচ্ছে মুস্তাফিজ। শুধু ভারতীয় দলের ক্রিকেটাররাই নয়, সাবেকরাও চিন্তিত, বিরাট কোহলিরা কিভাবে মুস্তাফিজকে মোকাবেলা করেন। ভারতের সফলতম অধিনায়কদের একজন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলিও তাদের বাইরে নন। বরং, তিনি সরাসরিই বলে দিয়েছেন, ‘মুস্তাফিজুরকে এই ভারত কেমন খেলে, দেখতে চাই।’

কলকাতার আনন্দবাজার পত্রিকায় লেখা সৌরভ গাঙ্গুলির কলামের শিরোনামই হচ্ছে এটা। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সৌরভ গাঙ্গুলির কলামটি জাগো নিউজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো...

‘এক বছর আগে বাংলাদেশের মাঠে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। যদিও সেটা আলাদা ফর্ম্যাটে। ওই ওয়ানডে সিরিজটা খুব মন দিয়ে দেখেছিলাম। বলতেই হবে যে, ওদের চেয়ে অনেক ভাল দলের কাছে হেরেছিল ভারত। বাংলাদেশ ক্রিকেট যে প্রচুর উন্নতি করেছে, তার একটা লক্ষণ হল ওদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা। সিনিয়র টিমটাও ভারতকে ভালই চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

আমার কাছে গত বছরের ভারত আর এ বরের টিমটার মধ্যে তফাত হল, এই টিমটাকে দেখে মনে হচ্ছে এরা সিরিয়াস আর আত্মবিশ্বাসী। গত বছর ভারত চার মাসের অস্ট্রেলিয়া সফর থেকে একটাও ম্যাচ না জিতে ফিরেছিল। এবার টি-টোয়েন্টি সিরিজ জয় ওদের যথেষ্ট আত্মবিশ্বাস দিচ্ছে।

তবে ভারতকে বুঝতে হবে যে, বাংলাদেশের মাঠে বাংলাদেশ দুর্দান্ত। নিজেদের পরিবেশে খেলাটা ওরা উপভোগ করে। গত বছর ভারতের প্রধান সংহারক ছিল তরুণ বাঁ-হাতি সিমার মুস্তাফিজুর রহমান। ইতিমধ্যে যে বেশ বিখ্যাত হয়ে উঠেছে। টি-টোয়েন্টিতে ভারত ওকে কীভাবে খেলে, সেটা দেখতে আগ্রহ হচ্ছে।

চোটের জন্য ধোনি হয়তো খেলবে না। সীমিত ওভারে ধোনি মারাত্মক; কিন্তু ওকে ছাড়াও ভারত শক্তিশালী দল। বিরাট কোহলির নেতৃত্বে টিমের পারফরম্যান্সও ভাল। প্রথম এগারো নিয়ে ভাবার জায়গাই নেই। শিখর-রোহিত থিতু ওপেনিং জুটি। সীমিত ওভারে রোহিত তো নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। মিডল অর্ডারের প্রধান ভরসা বিরাট, সঙ্গে রায়না-যুবরাজ। অলরাউন্ডার স্লটে হার্দিক পাণ্ডে। সিনিয়র আশিস নেহরা আর তরুণ জসপ্রীত বুমরাহ মিলে পেস বিভাগটা ভাল টানছে। অশ্বিনের নেতৃত্বে স্পিন তো দুর্ভেদ্য। বহু দিন ধরেই অশ্বিন অসাধারণ ফর্মে রয়েছে। জাডেজা ওকে যোগ্য সঙ্গতও দিচ্ছে।

তবে বাংলাদেশও দুর্দান্ত। সিনিয়র আর জুনিয়রের ভাল ভারসাম্য আছে টিমে। মাশরফি, সাকিব, মুশফিকুর, মাহমদউল্লাহের সঙ্গে আছে তাসকিন, মুস্তাফিজুরদের মতো তরুণ। দেখা যাক, এই আত্মবিশ্বাসী ভারতের মোকাবিলা ওরা কী ভাবে করে।’

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন