ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কিছুক্ষণ পরই শুরু হচ্ছে পিএসএল ফাইনাল

প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তান সুপার লিগে পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যারিবীয় কিংবদন্তী স্যার ভিভ রিচার্ডস। সুতরাং, সরফরাজ আহমেদের নেতৃত্বে শুরু থেকেই দুর্দান্ত। যদিও গ্রুপ পর্বে দ্বিতীয় হয়েই উঠেছিল কোয়ালিফায়ারে। তবে, কোয়ালিফায়ারে শীর্ষে থাকা আফ্রিদির পেশোয়ার জালমিকে হারিয়েই ফাইনালে উঠেছে তারা।

অপরদিকে টুর্নামেন্টের শুরু থেকেই ধুঁকছিল ইসলামাবাদ ইউনাইটেড। দলের বোলিং কোচ এবং ডিরেক্টর হিসেবে রয়েছেন ওয়াসিম আকরাম। মিসবাহ-উল হকের নেতৃত্বে থাকলেও এই দলটিই শেষ দিকে এসে দুর্দান্ত হয়ে ওঠে। কোনমতে ইলিমিনেটর রাউন্ডে ওঠার পরই দুর্দর্ষ হয়ে ওঠে। প্রথমে ইলিমিনেটরে বিদায় করেছে করাচি কিংসকে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে দিয়েছে পেশোয়ার জালমিকেও। অবশেষে ইসলামাবাদ ইউনাইটেডই এখন ফাইনালে।’

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় প্রথমবারেরমত অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মুখোমুখি হচ্ছে এই দুটি দল- কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড। দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদের ব্যাটসম্যান শারজিল খান খেলেছেন সেঞ্চুরির ইনিংস। পিএসএলে একমাত্র সেঞ্চুরিয়ান। শারজিল খান ফাইনালে হয়ে উঠতে পারেন তুরুপের তাস।

তবে শারজিল খানছাড়াও ফাইনালে নায়ক হয়ে উঠতে পারেন কেভিন পিটারসেন, কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ নবী, মোহাম্মদ সামি, মিসবাহ, বাবর আজম, শেন ওয়াটসন, ডোয়াইন স্মিথ, ব্র্যাড হ্যাডিনরা।

তবে কে শিরোপা জিতবে, তা জানতে অপেক্ষা করতে হবে ফাইনাল শেষ না হওয়া পর্যন্ত। আপাতত সে পর্যন্ত অপেক্ষার আমন্ত্রণ।

আইএইচএস/এবিএস

আরও পড়ুন