ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ঢাকায় ১০ দেশের আইটিএফ ডেভেলপমেন্ট টেনিস উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে উদ্বোধন হয়েছে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ টেনিস প্রতিযোগিতা।

প্রতিযোগিতার খেলা শুরু হবে সোমবার। চলবে ১৯ জানওয়ারি পর্যন্ত। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যাম আজম জে. চৌধুরী, টুর্নামেন্ট ডিরেক্টর ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সহ-সভাপতি মোতাহার হোসেন সাজু, মো: সেলিম, নেয়াজ আহমেদ।

প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান, মালদ্বীপ ও পাকিস্তানের ২০জন বালক ও ১৪ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

আরআই/আইএইচএস/