ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বেতন বাড়ছে মাশরাফিদের

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফিদের বেতন আরও ২৫ ভাগ বৃদ্ধির বিষয়টি বিসিবির কার্যনির্বাহী বোর্ডে চূড়ান্ত করা হয়েছে। বোর্ডের মিটিং শেষে সিদ্ধান্তের কথা নিজেই সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

২০১৪ সালের শেষ দুই মাস থেকে শুরু করে ২০১৫ পুরোটা বছর স্বপ্নের মত কেটেছে মাশরাফিদের। একের পর এক সাফল্য উপহার দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে পরাশক্তি হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন মাশরাফিরা। এ কারণেই ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, ‘১৪ জন কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়ের তালিকা আমরা চূড়ান্ত করেছি। ওদের বেতন ২৫ ভাগ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি।’

খেলোয়াড়দের বেতন বৃদ্ধিই নয় শুধু, সমন্বয় সাধনের জন্যও একটি কমিটি করা হয়েছে বলেও জানালেন পাপন। তিনি বলেন, `খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণের জন্য একটা কমিটি করেছি। যাতে খেলোয়াড়দের দাম বাড়ানোর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আগে যেটা হতো, একজন পেসার হয়তো অনেক দাম পেতো; কিন্তু অন্যেরা টাকা পেতো না। সবাই যাতে বেশি টাকা পায়, এ জন্য এনায়েত হোসেন সিরাজ ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছি। ববি ভাই আছে, দুর্জয় আছে, টেংকু ভাই আছে। এরা ৪৮ ঘণ্টার মধ্যে আমাকে একটা প্রস্তাব দেবে। এদের কাজ হবে খেলোয়াড়দের দাম তাদের প্রত্যাশা অনুযায়ী বাড়ানোর। আশা করছি পরশু দিনের মধ্যে আমরা এটা পেয়ে যাবো।`

আর একদিন পরই শুরু হচ্ছে ১৩তম এশিয়া কাপের আসর। এই আসরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল আগেই ঘোষণা করা হয়েছে।  জন্য আগেই ১৫ সদস্যের দলের নাম ঘোষণা করা হয়েছিল।  তবে ওই সময় এশিয়া কাপের জন্য অধিনায়ক এবং সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। সোমবার বোর্ড সভা শেষে এশিয়া কাপের অধিনায়ক এবং সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘সামনে আমাদের এশিয়া কাপ এবং তার পর টি২০ বিশ্বকাপ। এর জন্য আমাদের অধিনায়ক ও সহ-অধিনায়ক আগেরটাই ঠিক রেখেছি। সেই অনুযায়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং সহ-অধিনায়ক সাকিব আল হাসান।`

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন