ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসি মেসি ধ্বনিতে মুখরিত টিএসসি

মনিরুজ্জামান উজ্জ্বল | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। তারও দুই ঘণ্টা আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খেলা-পাগল দর্শকদের ঢল নেমেছে! বিশেষ করে আর্জেন্টিনা তথা হাজার হাজার মেসি-ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস। মুহুর্মুহু মেসি, মেসি স্লোগানে কাঁপছে পুরো এলাকা। বিশাল আকারের আর্জেন্টিনার পতাকা আর ভুভুজেলা নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন। উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন খেলা শুরুর।

বিভিন্ন বয়সের আর্জেন্টিনা সমর্থকরা আশা করছেন, তারা তাদের প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির হাতে বিশ্বকাপ দেখবেন। বিশ্বকাপ হাতে নেওয়ার মাধ্যমে মেসি বিশ্বসেরার প্রমাণ দেখাবেন।

রোববার সন্ধ্যার পর থেকে সরেজমিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে ভক্তদের এমন উন্মাদনা দেখা গেছে।

jagonews24

বিশ্বকাপ ফুটবল ফাইনাল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হল মাঠসহ বিভিন্ন স্থানে বিশাল স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। খেলা রাত ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনা ভক্তদের ঢল নামে। বিশাল স্ক্রিনের সামনে খেলা দেখার জন্য আগে থেকেই জায়গা দখল করে কেউ কেউ বসেছিলেন। আবার কেউ কেউ আর্জেন্টিনার পতাকা নিয়ে মেসি মেসি, আর্জেন্টিনা আর্জেন্টিনা বলে স্লোগান দিচ্ছিলেন। আবার কেউ কেউ কানফাটা আওয়াজে ভুভুজেলায় ক্রমাগত ফুঁ দিচ্ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ছোটবেলা থেকে বাবার মুখে ম্যারাডোনা ও আর্জেন্টিনার গল্প শুনে বড় হয়েছি। বোঝার পর থেকে মেসির খেলা দেখে ভক্ত হয়েছি। এবারের বিশ্বকাপ, মেসির শেষ বিশ্বকাপ। এ মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং আশা করছি আর্জেন্টিনাই বিশ্বকাপ ঘরে তুলবে।

পাশেই দাঁড়িয়েছিলেন তার সহপাঠী আবুল হাসনাত। তিনি ব্রাজিলের সমর্থক হলেও ব্রাজিল বাদ পড়ায় এখন ফ্রান্সকে সমর্থন করছেন। তবে বন্ধুর মনের আশা পূর্ণ হোক, এমনটা তিনিও চান বলে জানান।

এমইউ/এমএইচআর/জিকেএস