ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের বিপক্ষেই ফিরছেন মুস্তাফিজ

প্রকাশিত: ১১:২৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহামান। সে ইনজুরির কারণে সিরিজই শেষ হয়ে যায় এ পেসারের। এরপর থেকেই ফিজিও ও চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তবে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষেই মুস্তাফিজ মাঠে নামছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদ ইসলাম।

মুস্তাফিজুরের ইনজুরি প্রসঙ্গে বিসিবির ফিজিও বলেন, ‘যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনারা এশিয়া কাপে ভারতের বিপক্ষের ম্যাচেই দেখতে পাবেন। গত কয়েকদিন ধরেই সে নেটে বল করছে এবং দিনে দিনে উন্নতি করছে। স্লোয়ার বল করতে গিয়ে তার কিছুটা সমস্যা হয়। তবে আশা করি, এশিয়া কাপে সে বোলিং-ব্যাটিং দুটিতেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন।’

জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়ায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিসিবি থেকে এনওসি পাননি মুস্তাফিজ। শারীরিকভাবে সম্পূর্ণ ফিট না হওয়ায় খুলনা এবং চট্টগ্রামে কোনো অনুশীলন ম্যাচেও অংশগ্রহণ করেননি তিনি। তাই এশিয়া কাপের আগে তার ইনজুরি বাংলাদেশ শিবিরে বড় দুশ্চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছিল। কারণ, অভিষেকের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এ নবীন।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

আরটি/এনএফ/এবিএস