ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ানডেতে শীর্ষে, টি-টোয়েন্টিতে দুইয়ে নেমে গেলেন সাকিব

প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

নিজেদের মাটিতে ভারতের কাছে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল ছিলেন শেন ওয়াটসন। এরই ফল তিনি পেয়ে গেলেন আইসিসির র‌্যাংকিংয়েও। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের কাছেই নিজের অবস্থানটা হারিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই সেরা ক্রিকেটারকে সরিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষস্থানটা দখলে নিয়েছেন ওয়াটসন।

শ্রীলংকার বিপক্ষে ভারতের ৩ ম্যাচের সিরিজ শেষেই প্রকাশ হওয়া র‌্যাংকিং শেষে দেখা যাচ্ছে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন শেন ওয়াটসন। ৩৪৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন মোহাম্মদ হাফিজ।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও ওয়ানডেতে ঠিকই নিজের অবস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শেষে প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে সাকিব আল হাসান ৪১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলেন। ৩৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তিলকারত্নে দিলশান রয়েছেন তৃতীয় স্থানে।

টি-টোয়েন্টির মত টেস্টেও একই অবস্থা সাকিব আল হাসানের। টেস্টে অবশ্য অনেক আগেই শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। এই ফরম্যাটে শীর্ষে রয়েছেন ভারতের রবিচন্দ্র অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৪০৬। ৩৮৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। সর্বশেষ গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন সাকিব। এরপর গত ৭ মাসেরও বেশি সময় কোন টেস্ট খেলার সুযোগ পাননি তিনি।

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি, তৃতীয় স্থানে ইংল্যান্ডের আলেক্স হেলস। বোলারদের শীর্ষস্থান দখলে রয়েছেন সুনীল নারিনই। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্র অশ্বিন। তৃতীয়স্থানে রয়েছেন সচিত্র সেনানায়েকে। ওয়ানডেতে ব্যাটসম্যানদের শীর্ষে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি, তৃতীয় স্থানে রয়েছেন হাশিম আমলা। বোলারদের শীর্ষস্থানটি রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের দখলে। দ্বিতীয় স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান। তৃতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

আইএইচএস/পিআর