ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার বলের আঘাতে আম্পায়ারের মৃত্যু

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ৩০ নভেম্বর ২০১৪

অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজের বিদায়ের শোক কেটে উঠতে না উঠতেই ঘটে গেল আরো একটি মৃত্যুর ঘটনা।

শনিবার ইসরায়েলে একটি ক্রিকেট ম্যাচে বলের আঘাতে মারা গেছেন ৫৫ বছর বয়সী আম্পায়ার হিলেল অস্কার।

এএফপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বোলারের করা ফাস্ট বল ব্যাটসম্যানের হিটে অপরদিকের উইকেটে (স্টাম্পে) লেগে আম্পায়ারের গায়ে লাগে। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষনিঃশ্বাস ত্যাগ করেন হিলেল অস্কার।

তবে হিলেল অস্কারের শরীরের কোথায় বল লাগে, তা নিয়ে গণমাধ্যমগুলোয় ভিন্ন তথ্য এসেছে। এএফপির সূত্র ধরে বিবিসি জানিয়েছে, হিলেল অস্কারের মুখে এসে লাগে দ্রুত গতির বলটি। আবার ইসরায়েলের গণমাধ্যমে বলা হয়েছে, বলটি তার বুকে আঘাত করে এবং এ থেকে হার্ট অ্যাটাকে মারা যান হিলেল অস্কার।

পাঁচ বছর আগে যুক্তরাজ্যের ওয়েলসে খেলোয়াড়ের ছুড়ে মারা বল গায়ে লেগে একজন আম্পায়ার মারা যান।

শনিবার ছিল লিগের শেষ খেলা। এতে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন হিলেল অস্কার।