ফ্র্যাঞ্চাইজি হকিতে কে কোন দলের আইকন?
দেশের প্রথম ফ্র্যাঞ্জাইজি হকি লিগের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেলো আজ (সোমবার)। ঢাকা ক্লাবের অনুষ্ঠিত এই প্লেয়ার্স ড্রাফটে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল বেছে নেয় নিজেদের খেলোয়াড়।
তবে প্রধান আকর্ষণই ছিল, আইকন খেলোয়াড়দের নিয়ে। ১৯ জনের তালিকা থেকে কোন ছয়জনকে আইকন হিসেবে বেছে নেয় দলগুলো, সেটি নিয়ে আগ্রহ ছিল সবার।
লটারির মাধ্যমে প্রথমেই আইকন বেছে নেওয়ার সুযোগ পায় ওয়ালটন ঢাকা। তারা আইকন হিসেবে নিয়েছে আশরাফুল ইসলামকে। এভাবে লটারির মাধ্যমে একমি চট্টগ্রাম নিয়েছে নিয়েছে রেজাউল করিমকে, মেট্রো এক্সপ্রেস বরিশার রোমান সরকার, মোনার্ক মার্ট পদ্মা রাসেল মাহমুদ জিমি, রুপায়ন গ্রুপ কুমিল্লা সোহানুর রহমান সবুজ, সাইফ পাওয়ার খুলনা বেছে নিয়েছে বিপ্লব কুজুরকে।
বিদেশি ছয় আইকনও ঠিক হয়ে গেছে। একমি চট্টগ্রাম নিয়েছে ভারতের দেভিন্দার ওয়ালমিকিকে, মেট্রো এক্সপ্রেস বরিশাল আর্জেন্টিনার হুয়ান মার্তিন লোপেজ, মোনার্ক মার্ট পদ্মা ভারতের চিঙ্গেলসানা সিং, রুপায়ন গ্রুপ কুমিল্লা ভারতের প্রদীপ মোর, সাইফ পাওয়ার খুলনা আর্জেন্টিনার গিদো বেরেইরোস এবং ওয়ালটন ঢাকা আইকন হিসেবে নিয়েছে ভারতের এসভি সুনীলকে।
দেশি আইকনদের তালিকা
রেজাউল করিম (একমি চট্টগ্রাম)
রোমান সরকার (মেট্রো এক্সপ্রেস বরিশাল)
রাসেল মাহমুদ জিমি (মোনার্ক মার্ট পদ্মা)
সোহানুর রহমান সবুজ (রুপায়ন গ্রুপ কুমিল্লা)
বিপ্লব কুজুর (সাইফ পাওয়ার খুলনা)
আশরাফুল ইসলাম (ওয়ালটন ঢাকা)
বিদেশি আইকন প্লেয়ারদের তালিকা
দেভিন্দার ওয়ালমিকি (ভারত)-একমি চট্টগ্রাম
হুয়ান মার্তিন লোপেজ (আর্জেন্টিনা)-মেট্রো এক্সপ্রেস বরিশাল
চিঙ্গেলসানা সিং (ভারত)-মোনার্ক মার্ট পদ্মা
প্রদীপ মোর (ভারত)-রুপায়ন গ্রুপ কুমিল্লা
গিদো বেরেইরোস (আর্জেন্টিনা)-সাইফ পাওয়ার খুলনা
এসভি সুনীল (ভারত)-ওয়ালটন ঢাকা
আরআই/এমএমআর/এমএস