ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আজারবাইজান গেলো ৬ খুদে দাবাড়ু

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০১ অক্টোবর ২০২২

রোববার আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে শুরু হচ্ছে ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াড। এ প্রতিযোগিতায় অংশ নিতে আজারবাইজান গেছেন ৬ খুদে দাবাড়ু ও এক প্রশিক্ষক।

এবারের অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করবেন ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, মোঃ সাজিদুল হক, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।

দলের অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে গেছেন আন্তর্জাতিকমাস্টার ও ফিদে ট্রেনার আবু সুফিয়ান শাকিল। ২৪ দেশের ৩৪টি দলের শীর্ষস্থানীয় অনূর্ধ্ব-১৬ বছর বয়সী দাবা খেলোয়াড়রা এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

আরআই/এসএএস/জেআইএম