হকির অনুষ্ঠানে ভিন্ন মাত্রা দিলেন আরচারির রোমান সানা
শুক্রবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি হল-৫ (পুষ্পাঞ্জলি) এ হয়ে গেলো প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন। ছয় দলের অংশগ্রহণে এ ফ্র্যাঞ্চাইজি লিগের খেলা শুরু হবে ২৮ অক্টোবর। প্রায় তিন সপ্তাহব্যাপী আসরের পর্দা নামবে ১৭ নভেম্বর।
লোগো উন্মোচনের জমকালো অনুষ্ঠানে বাড়তি যাত্রা যোগ করেছেন দেশের জনপ্রিয় দুই খেলা ক্রিকেট ও আরচারির দুই বড় তারকা নুরুল হাসান সোহান ও রোমান সানা। অনুষ্ঠান শুরুর আগেই টুর্নামেন্টের বিশেষ টিশার্ট পরে ভেন্যুতে চলে আসে রোমান ও সোহান।
রাতের জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরের বিমান ধরতে হবে বিধায় মূল অনুষ্ঠান শুরুর আগেই বেরিয়ে যান সোহান। তবে রোমান উপভোগ করেন লোগো উন্মোচনের আনুষ্ঠনিকতা। এসময় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে হকি নিয়ে নিজের মতামত তুলে ধরেন দেশসেরা এই আরচার।
রোমান মনে করেন, পৃষ্ঠপোষকরা এমনভাবে সব খেলায় এগিয়ে এলে জাতিগতভাবে সাফল্য আরও বেশি পাবে বাংলাদেশ। যা নিজের দেশ-বিদেশে খেলার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন রোমান। তার মতে, সঠিক পরিচর্যার অভাবেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় খেলোয়াড়দের।
তিনি বলেছেন, ‘আমি মনে করি প্রতিটি খেলায় তারকা ইমেজ বাড়বে। কিন্ত সঠিক পরিচর্যার অভাবে আমরা আর্থিক সমস্যার সামনে পড়ি। আমি অনেক দেশে খেলাধুলা করতে গিয়েছি। সবার সঙ্গে মিশেছি। ইউরোপের কথা বলি এমনকি ভারতের কথা বলি ওরা খেলায় অনেক বিনিয়োগ করেছে খেলাধুলায়।’
রোমান আরও যোগ করেন, ‘ভারত প্রতিটি জায়গায় গুরুত্ব দিয়েছে এবং সরকার একটা নিয়ম করে দিয়েছে যে স্পনসর কোম্পানিগুলো যেন ক্রীড়াখাতে স্পনসর করে। আমাদের খেলাধুলা এগিয়ে নিতে হলে বেশি বেশি আন্তর্জাতিক বিশ্ব র্যাংকিং টুর্নামেন্ট খেলা প্রয়োজন।’
গত কয়েকবছর ধরেই বাংলাদেশের আরচারির প্রধান পৃষ্ঠপোষক হয়ে আছে তীর। এটি আরচারিকে এগিয়ে দিয়েছে জানিয়ে রোমান বলেন, ‘আমরা আগে বাইরে খেলতে যেতে পারব কি না দ্বিধায় থাকতাম। এশিয়া কাপ খেলতাম, বিশ্বকাপ পারতাম না। তীর আমাদের সঙ্গে আসার পর (২০১৮ সালে) ১৫ বছর পর আরচারি বিশ্বকাপে খেললাম।’
‘ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের সঙ্গে মিশে তাদের সংস্কৃতি, তাদের খেলার প্রস্তুতি সম্পর্কে জানতা পারলাম। একটা জিনিস বুঝলাম তারা যদি পারে তাহলে আমরা কেন পারব না। তখন বুঝলাম শুধু পরিশ্রমটা দরকার। এখন হকি এই লিগে অনেক ম্যাচ খেলতে পারবে এটা যদি তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে র্যাংকিংয়ে এগিয়ে যাবে ও শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করাতে পারবে।’
আরআই/এসএএস/এএসএম