শেষ ওয়ানডেতে নতুন মুখ সৌম্য সরকার
জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ একদিনের ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার সৌম্য সরকার। আগের ম্যাচের দল থেকে দলে কোন পরিবর্তন আনেননি বিসিবির নির্বাচক কমিটি। আগের ম্যাচে ১৩ সদস্যের দল ঘোষণা করা হলেও শেষ একদিনের ম্যাচে ১৪ সদস্যের দল ঘোষনা করেছে বিসিবি। ২১ বছর বয়সী সৌম্য সরকারের অভিষেক হওয়ার জোড় সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে। এর আগে জাতীয় দলের স্কোয়াডে আসলে মূল একাদশের হয়ে মাঠে নামা হয়নি তার।
নির্বাচক মন্ডলী তাকে পছন্দ করার জোড় কারন তিনি পেস বোলিং অলরাউন্ডার। বিশ্বকাপকে সামনে রেখে টিম ম্যানেজম্যান্ট পেস বোলিং করতে পারে এমন একজন অলরাউন্ডার খুজছিলেন। এক্ষেত্রে শেষ ম্যাচটি সৌম্যকে পরীক্ষা করার সুযোগও হতে পারে। গত ২৭ নভেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে।