এশিয়া কাপে ফাইনাল খেলবে বাংলাদেশ
টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১২ ও ২০১৪ সালের পর এবারও এশিয়া কাপের আয়োজক বিসিবি। ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় এশিয়া কাপের চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে। এরপই রয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। আর এই দুই আসরকে সামনে রেখে খুলনার পর চট্টগ্রামে আবারো প্রস্তুতিতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সংবাদ মাধ্যমকে জাতীয় ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে জানান আসন্ন এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্যে থাকবে বাংলাদেশের।
এদিকে এশিয়া কাপের পর ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আসরেও বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চান টাইগার এই কোচ। আর আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ হিসেবে লঙ্কান কোচ উল্লেখ্য করেছেন এই ফরম্যাটের ক্রিকেট নিয়মিত না খেলাকে।
এ বছর রেকর্ড অন্তত ১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশেষ করে শর্ট ফরম্যাটের মেগা দুই আসর এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিশ্ব ক্রিকেটে প্রমাণ ও অর্জনের শ্রেষ্ঠ মঞ্চ।
এমআর/এসএম