ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

করাচিকে উইকেট এনে দিলেন সানিয়া মির্জা (ভিডিও)

প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

টানা তৃতীয় দিনের মত পিএসএলের মাঠ মাতাতে নেমেছেন সাকিব আল হাসান। তার দল করাচি কিংসের প্রতিপক্ষ আজ মিসবাহ-উল হকের ইসলামাবাদ ইউনাইটেড। প্রথম ম্যাচে অসাধারণ জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে যায় শোয়েব মালিকের নেতৃত্বাধীন দলটি।

তৃতীয় ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ইসলামাবাদের অধিনায়ক মিসবাহ-উল হককে ব্যাট করার আমন্ত্রণ জানান শোয়েব মালিক। ব্যাট করতে নেমে শেন ওয়াটসন আর শারজিল খান মিলে ইসলামাবাদকে বেশ ভালোই সূচনা এনে দেন। দু`জন মিলে গড়েন ৩১ রানের জুটি। পঞ্চম ওভারে ইমাদ ওয়াসিমের এলবিডব্লিউ ফাঁদে পড়ে ওয়াটসন ফিরে গেলেও খালিদ লতিফকে সঙ্গে নিয়ে আরও একটি দারুন জুটি গড়ে তোলেন শারজিল খান।

খেলা ১০ ওভার পার হয়ে ১১ওভার, এরপর ১২তম ওভারেও চলে আসে ম্যাচটি; কিন্তু উইকেটের দেখা নেই। ইসলামাবাদেরও রান ৭৬ হয়ে গেছে মাত্র ১ উইকেট হারিয়ে। করাচি কিংসের বোলাররা একটি উইকেটের জন্য হাস-ফাঁস করছিলেন যেন। এমন সময়ই ঘটলো ঘটনাটা। হঠাৎই করাচি কিংসকে উইকেট উপহার দিলেন সানিয়া মির্জা। করাচি কিংস যখন উইকেটের চিন্তায় মগ্ন, তখনই দেখা গেলো সানিয়া মির্জা মাঠে প্রবেশ করছেন। ভারতীয় টেনিস তারকা গ্যালারিতে আসা মাত্রই দ্বিতীয় উইকেট পেলো করাচি কিংস। শারজিল খানকে ফিরিয়ে দিলেন মোহাম্মদ আমির।

শোয়েব মালিকের জন্য সানিয়া মির্জার ভাগ্যটা সব সময়ই কেন যেন সুপ্রসন্ন। এর আগেও দেখা গেছে বিভিন্ন পর্যায়ে শোয়েবের সাফল্যে কোন না কোন ভাবে সানিয়ার উপস্থিতি অনুপ্রেরণা হিসেবে তার জন্য কাজ দিয়েছে। আজও যেমন, সানিয়া আসার পর উইকেট পেলো করাচি। সেই যে শুরু, এরপর কিন্তু ইসলামাবাদের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি করাচির সামনে। ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করতে পেরেছে মাত্র ১৩২ রান।

বাংলাদেশের সাকিব আল হাসান মাত্র ২ ওভার বল করেন। রান দিয়েছেন ১১টি। তবে কোন উইকেট নিতে পারেননি।



আইএইচএস/এবিএস/আরআইপি