ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দ্রুততম ডাবল সেঞ্চুরিতে ম্যাককালাম

প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৯ নভেম্বর ২০১৪

ক্রিকেট বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে একশ’র বেশি স্ট্রাইক রেটে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব গড়লেন ব্রেন্ডন ম্যাককালাম। শনিবার সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ১০৭.৪৪ স্ট্রাইক রেটে ১৮৮ বলে ২০২ রান করে ইয়াসির শাহের শিকারে পরিণত হন ম্যাককালাম। নিউজিল্যান্ড অধিনায়কের ইনিংসটিতে ২১টি চারের সাথে ১১টি ওভার বাউন্ডারির মার ছিল। যা নিউজিল্যান্ডকে তাদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে নিয়ে চলেছে।

ম্যাককালামের আগে নিউজিল্যান্ডের সাবেক ওপেনিং ব্যাটসম্যান নাথান অ্যাস্টলও এই কীর্তি দেখিয়েছিলেন। ২০০২ সালে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওই নজির গড়েছিলেন তিনি। ১৩২.১৪ স্ট্রাইকরেটে ১৬৮ বলে ২২২ রান করেছিলেন তিনি। যা ডাবল সেঞ্চুরি করার পথে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট।

এই রেকর্ডের বাকি থাকা ক্রিকেটারের নাম বিরেন্দ্র শেবাগ। ভারতীয় ব্যাটসম্যান তিন তিনবার একশ’র বেশি স্ট্রাইক রেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন।