ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ক্যান্ট গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়েছে। শনিবার ঢাকা সেনানিবাসের মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিফিতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী।

ক্রীড়া প্রতিযোগিতায় দুই হাজার ৫০০ এর অধিক শিক্ষার্থী ব্যাঙ দৌড়, ১০০ মিটার দৌড়, দড়ি লাফ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো’তে অংশ নেয়।

এছাড়াও পুরুষদের অভিভাবকরা ১০০ মিটার দৌড় ও মহিলারা চামচ দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানের শেষে প্রায় ৩০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পল্লীকবি জসিম উদ্দিনের নকশী কাঁথার মাঠ অবলম্বনে এক ডিসপ্লে প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার তাগিদ প্রদান করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সেনাবাহিনীর সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদের স্ত্রী বেগম নূর রুমানা সাব্বির বিজয়ীদের মধ্যে হাতে পুরস্কার তুলে দেন।

এআর/বিএ