দ্বিতীয় ম্যাচে হেরে গেলো সাকিবের দল
পাকিস্তান সুপার লিগে প্রথম ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন সাকিব আল হাসান। বল হাতে এক উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে তুলেছেন দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি। তাতে তার দলও জিতেছে বিশাল ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচে এসেই খেই হারিয়ে ফেললো সাকিব আল হাসানের করাচি কিংস। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৮ উইকেটে বড় ব্যবধানে হেরেছে করাচির দলটি।
করাচি কিংসের ছুড়ে দেয়া ১৪৭ রানের ইনিংস ১৬ বল হাতে রেখেই পার হয়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ওপেনার আহমেদ শেহজাদ একাই হারিয়ে দেন করাচি কিংসকে। ৪৬ বলে ৫টি বাউন্ডারি আর ৪টি ছক্কায় একাই ৭১ রান করেন তিনি। অপর ওপেনার লুক রাইট ৩৯ বলে করেন ৪৭ রান।
কেভিন পিটারসেন ১৭ বলে ২৯ এবং সরফরাজ খান ২ বলে ৪ রান করে অপরাজিত থেকে কোয়েটাকে পৌঁছে দেন জয়ের সীমানায়। ১৭.২ ওভার খেলে কোয়েটা হারিয়েছে মাত্র ২টি উইকেট। করাচি কিংসের মাত্র এই দুটি উইকেট নেন ইমাদ ওয়াসিম এবং সাকিব আল হাসান।
এর আগে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদ। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে শুরুতেই নুমান আনোয়ারের উইকেট হারিয়ে বিপদে পড়ে করাচি কিংস। জেমস ভিন্স ৩৩ বল খেলে করেন ৩০ রান। লেন্ডল সিমন্স প্রথম ম্যাচে দুর্দান্ত খেললেও আজ করেছেন মাত্র ১৯ বলে ১১ রান।
গত ম্যাচে আরেক হাফ সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান করেছেন ১৩ বলে ১৭ রান। অধিনায়ক শোয়েব মালিক আর রবি বোপারার দুটি ইনিংসই করাচিকে একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। ২৫ বলে ৩৭ রান করেন শোয়েব মালিক। ২৯ বলে ৪০ রান করেন রবি বোপারা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করতে সমর্থ হয় করাচি কিংস।
আইএইচএস/আরআইপি