জয় দিয়ে এসএ গেমস শুরু ভলিবল দলের
এসএ গেমসের উদ্বোধনী দিনে নারী ফুটবলে বাংলাদেশ হারলেও জিতেছে ভলিবলে। বাংলাদেশ পুরুষ ভলিবল দল আফগানিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভসূচনা করেছে।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘সাউথ এশিয়ান গেমস’কে (এসএ গেমস) সামনে রেখে কয়েক মাস মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করেছিল বাংলাদেশ জাতীয় ভলিবল দল।
সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ এবার সেরা তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হবে বলে বিশ্বাস বাংলাদেশ ভলিবল দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসের একাদশ আসরে ভলিবলে ষষ্ঠ স্থান অর্জন করেছিল স্বাগতিক বাংলাদেশ।
আইএইচএস/এমএস