চতুর্থ ওয়ানডেতেও বাংলাদেশের জয়
সিরিজের চতুর্থ ওয়ানডেতেও সফরকারী জিম্বাবুয়েকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের ৪-০তে এগিয়ে গেল টাইগাররা।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ৭৭, মাশরাফি ৩৯, তামিম ইকবাল ১৬, এনামুল ৫, ইমরুল ৫ ও সাকিব ১ রান করেছেন। এ ছাড়া অপরাজিত রান করেছেন মাহমুদউল্লাহ।
জবাবে ব্যাট করতে নেমে বেশি দূর যেতে পারেনি জিম্বাবুয়ে। শেষ অবধি ৮ উইকেটে ২৩৫ রান করতে সমর্থ হয়েছিল তারা।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন অভিষিক্ত জুবায়ের হোসেন, রুবেল হোসেন ও সাকিব আল হাসান। অন্যদিকে জিম্বাবুয়ের পক্ষে ৩টি করে উইকেট পেয়েছেন মিরে ও মাডভিজা। আর ২টি উইকেট নিয়েছেন কাঞ্জোজি।
বাউন্সারের আঘাতে বৃহস্পতিবার মারা যাওয়া অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিল হিউসের প্রতি শ্রদ্ধা জানিয়ে, খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা। দুই দলের খেলোয়াড়রা খেলছেন কালো আর্ম ব্যান্ড পরে।
সোমবার একই ভেন্যুতে হবে পঞ্চম ও শেষ ওয়ানডে। ওই ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই টেস্টের পর ওয়ানডেও হোয়াইটওয়াসের স্বাদ পাবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৬/৮ (তামিম ১৬, এনামুল ৫, ইমরুল ৫, মাহমুদুল্লাহ ৮২*, সাকিব ১, মুশফিক ৭৭, সাব্বির ৪, হাসান ১, মাশরাফি ৩৯, রুবেল ৭*; মায়ার ৩/৪৯, মাডজিভা ৩/৬০, কামুনগোজি ২/৩৬)
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৩৫/৮ (মাসাকাদজা ২৮, সিবান্দা ১৭, মারুমা ৬, টেইলর ৬৩, মায়ার ৫২, চাকাবভা ২৬, চিগুম্বুরা ৪, মুর ১৩, মাডজিভা ৩*, চাটারা ১৬*; সাকিব ২/২৮, জুবায়ের ২/৪২, রুবেল ২/৪৮, মাশরাফি ১/৩৪)
ফলাফল- বাংলাদেশ ২১ রানে জয়ী।