ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

খেলছেন সাকিব, সাইডবেঞ্চে মুশফিক

প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জমজমাট ব্যাট-বলের লড়াই শুরু হয়েছে আগের দিনই। বৃহস্পতিবার রাতেই দুবাইতে পর্দা উঠে গেছে পাকিস্তানের ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ওইদিনই পিএসএল খেলার জন্য দুবাই গিয়ে পৌঁছান বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনই, দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছেন সাকিব-মুশফিক। করাচি কিংসের হয়ে খেলছেন এই দুই বাংলাদেশি ক্রিকেটার। তবে, সাকিব আল আসান মূল একাদশে থাকলেও, মুশফিকুর রহিম রয়েছেন সাইড বেঞ্চে। বিদেশি কোটা চারজন পূর্ণ হয়ে যাওয়ার কারণে উইকেটরক্ষক হিসেবে মাঠে নামতে পারলেন না মুশফিক।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নেমেছে করাচি কিংস। মুস্তাফিজুর রহমান খেলার সুযোগ পেলে আজই সাকিব আল হাসনদের মুখোমুখি হয়ে যেতেন তিনি। সেটা সম্ভব হয়নি, ইনজুরির কারণে মুস্তাফিজের পিএসএল খেলতে না পারা।

করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শোয়েব মালিক। এই দলে বিদেশী কোটায় সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ছাড়াও ল্যান্ডল সিমন্স, জেমস ভিন্স এবং রবি বোপারা।

দুবাইতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিবের দলের অধিনায়ক শোয়েব মালিক। ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় লাহোর কালান্দার্সের রান ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৫। ২ উইকেটের একটি নেন সাকিব আল হাসান। ১৬ বলে ১৮ রান করা আজহার আলীকে বোল্ড করেন তিনি।

আইএইচএস/এমএস