ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়ার কাছে হেরেও গ্রুপসেরা বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৪ আগস্ট ২০২২

বাহরাইনে চলতি এশিয়ান অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। প্রথম সেটে জিতেও বাংলাদেশ ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বাংলাদেশ প্রথম ম্যাচে হারিয়েছিল ইরাককে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ প্রথম সেটে বাংলাদেশ জিতেছিল ৩১-২৯ পয়েন্টে। শুরু থেকেই এ সেটে কখনো বাংলাদেশ কখনো অস্ট্রেলিয়া এগিয়ে থাকছিল। এক পর্যায়ে ২০-২০ পয়েন্টে ছিল ম্যাচের স্কোর। এর পর ২৪-২৪, ২৫-২৫, ২৬-২৬, ২৭-২৭ ও ২৯-২৯ পয়েন্টে জমে উঠে খেলা। এর পর বাংলাদেশ দুটি পয়েন্ট নিয়ে সেট জিতে নেয় ৩১-২৯ ব্যবধানে।

দ্বিতীয় সেটে বাংলাদেশ হেরে যায় ২৫-১৮ পয়েন্টে। ম্যাচ ১-১ এ সমতা ফেরার পর তৃতীয় সেট বাংলাদেশ ২৫-২২ পয়েন্টে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ সেটে বাংলাদেশ ছন্দ হারিয়ে ফেলে। অস্ট্রেলিয়া ২৫-১৭ পয়েন্টে সেট জিতে ২-২ এ সমতায় ফেরে।

পঞ্চম সেটে বাংলাদেশকে ১৫-১১ পয়েন্টে হারিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ৩-২ সেটে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ৫ সেটে হওয়ার কারণে হেরেও বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ শীর্ষ ১২ তে উঠলো। এখন স্থান নির্ধারণী ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।

আরআই/আইএইচএস/