নেইমারকে অলিম্পিক-কোপা দু`জায়গাতেই চায় ব্রাজিল
একদিন আগেই জানা গেছে রিও অলিম্পিকের জন্য মেসিকে আর্জেন্টিনা দলে নেবেন না কোচ জেরার্ডো মার্টিনো। কারণ হিসেবে তিনি জাতীয় দলের ব্যস্ততার কথা শুনিয়েছিলেন। এ বছরই কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি। সুতরাং লাতিন আমেরিকার স্পেশাল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তারওপর রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি রাউন্ডের খেলা। সুতরাং ঝুঁকি নেওয়া চলে না। এ কারণেই মেসিকে `না` বলে দিল আর্জেন্টিনা কোচ।
তবে নেইমারকে `না` তো করছেই না, বরং অলিম্পিক এবং কোপা আমেরিকা, দু`জায়গাতেই চায় ব্রাজিল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর গিলমার রিনাল্ডি জানিয়েছেন, তারা চান এই মওসুমে নেইমার ব্রাজিলের হয়ে দুটি টুর্নামেন্টেই খেলুক। যদিও প্রায় পিঠাপিঠি সময়ে দুটি টুর্নামেন্টে নেইমার খেলতে পারবেন কি না যথেষ্ট সন্দেহ রয়েছে।
জুনের ৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত আমেরিকায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার বর্ধিত, স্পেশাল আসরটি। এরপর রিও অলিম্পিক শুরু হবে আগস্টের ৮ তারিখ। চলবে ২৬ তারিখ পর্যন্ত। কোচ কার্লোস দুঙ্গা দুই আসরেই ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু সমস্যা হলো, ব্রাজিল দলের অধিনায়ককে দুই টুর্নামেন্টে পাওয়া যাবে কি না তা নিয়ে।
গিলমার রিনাল্ড বলেন, `প্রথমত আমাদের চিন্তা হলো, দুটি টুর্নামেন্টেই তাকে খেলাবো। দুটি টুর্নামেন্টেই আমরা তাকে চাই। কিন্তু এখানে আমরা চাইলেই তো আর হবে না। কারণ, খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে হবে। তার ক্লাবের সঙ্গে কথা বলতে হবে। তবেই এ ব্যাপারে চূড়ান্ত তথ্য জানা যাবে। আগামী কয়েক দিনের মধ্যেই দুঙ্গা আমাকে অনুর্ধ্ব-২৩ এর বেশি বয়সী তিনজন খেলোয়াড়ের নাম দেবে। যাদের নিয়ে তিনি অলিম্পিকের জন্য কাজ শুরু করবেন। মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর আমরা দুই টুর্নামেন্ট নিয়ে খেলোয়াড়ের (নেইমার) সঙ্গে কথা বলবো।`
সাধারণ ফুটবল ক্লাবগুলোর ওপর অলিম্পিকের জন্য খেলোয়াড় ছাড় দেয়ার ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই। তারওপর, ইউরোপীয় মৌসুম শুরুর আগে বার্সেলোনা কোনভাবেই চাইবে না তাদের খেলোয়াড় নিয়ে কোনপ্রকার ঝুঁকি নিতে। সুতরাং, নেইমারের রিও অলিম্পিকে খেলা নির্ভর করছে অনেক `কিন্তু`র ওপর।
আইএইচএস/আরআইপি