ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নামিবিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

টপ অর্ডারের সেরা চার ব্যাটসম্যানকে ফিরিয়ে শুরু থেকেই নামিবিয়াকে চেপে ধরেছে বাংলাদেশের যুবারা। চার উইকেট তুলে নেয়ার পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রে দারুণ কৃপণ রয়েছেন স্বাগতিক বোলাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে নামিবিয়া রান তুলতে পেরেছে মাত্র ৪৮।

১০ রানে দুই উইকেট হারানোর পর ওপেনার নিকো ড্যাভিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন লোহান লরেন্স। কিন্তু শাওন গাজীর করা ইনিংসের ১৩তম ওভারে বোল্ড হয়ে আউট হন নিকো ড্যাভিন। এর দুই ওভার পর আবার আঘাত হানেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভ্যান লিঙ্গেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে নামিবিয়া শিবিরে প্রথম আঘাত হানেন সাইফুদ্দিন। ইনিংসের চতুর্থ ওভারে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন ফর্মে থাকা ওপেনিং ব্যাটসম্যান লফটি-এটন। এক ওভার পর জেন গ্রিনকে রানআউটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান জাকির। ওভার থ্রো থেকে রান নিতে গিয়ে উইকেটরক্ষক জাকির হোসেনের সরাসরি থ্রোতে আউট হন গ্রিন।  

উল্লেখ্য, মঙ্গলবার সকালে টস জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আরটি/এআরএস/পিআর

আরও পড়ুন