ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

চেলসি ছেড়ে যাচ্ছেন টেরি

প্রকাশিত: ০৮:২১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

মৌসুমের শেষে চেলসি ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অধিনায়ক জন টেরি। এর আগে তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছিল ব্লুজরা। সে কারণেই চেলসি ছাড়ার ঘোষণা দিলেন তারকা এই মিডফিল্ডার।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে দ্বিতীয় সারির দল মিল্টন কেইনেস ডনসের বিপক্ষে বড় জয়ের পরে টেরি সাংবাদিকদের কাছে বলেছেন, আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে গত সপ্তাহে আমি ক্লাবের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। চুক্তি নবায়ন না করার বিষয়টি তারা আমাকে নিশ্চিত করেছেন। যেমনটি আশা করেছিলাম শেষটা তেমন হলো না। চেলসি থেকে আমার আর অবসরে যাওয়া হলো না। হতে পারে সেটা অন্য কোনো ক্লাবে। এটা আমার জন্য সত্যিই দুঃখজনক।

চেলসির হয়ে ৬৯৬টি ম্যাচ খেলা টেরিই ছিলেন ক্লাবের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বে চেলসি চারটি প্রিমিয়ার লিগ, পাঁচটি এফএ কাপ, তিনটি লিগ কাপ ও ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ ও ২০১৩ সালে ইউরোপা লিগে শিরোপা জয় করে।

গত মৌসুমে লিগ শিরোপা পাবার পরে পেশাদার ফুটবলারস অ্যাসোসিয়েশনের বিবেচনায় সেরা দলে সুযোগ পেয়েছিলেন টেরি। কিন্তু তারপর থেকে তার পারফরমেন্স খুব একটা সন্তোষজনক ছিল না। লিগেও লন্ডনের ক্লাবটি ধীরে ধীরে নিচের দিকে নেমে যায়।

সাবেক ইংলিশ সতীর্থ ডেভিড বেকহ্যাম, স্টিভেন জেরার্ড ও অ্যাশলে কোলের মতোই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চিন্তা করেছেন। গত মৌসুমে চেলসির সঙ্গে তিনি এক বছরের চুক্তি বৃদ্ধি করেন।

টেরি বলেছেন, এটাই আমার শেষ এফএ কাপ, এই মৌসুমটা আমার জন্য অত্যন্ত গুরুকত্বপূর্ণ ছিল। ক্লাব আমাকে জানিয়েছে, নতুন ম্যানেজার এলে সবকিছুই পরিবর্তিত হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে চেলসিতে এটাই আমার শেষ মৌসুম।

বিএ