ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিমের জরিমানা, মাসাকাদজাকে তিরস্কার

প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০১৪

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে আচরণবিধি লঙ্ঘণের দায়ে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে। একই সঙ্গে জিম্বাবুয়ে ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ দুই ক্রিকেটারের শাস্তির বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়। তামিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডে চলাকালীন জিম্বাবুয়ে ইনিংসের ৫ম ওভারেই ঘটে তামিম-মাসাকাদজার আচরণবিধি লঙ্ঘণের ঘটনা। পঞ্চম ওভারে বোলার ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তার প্রথম বলেই উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দেন মাসাকাদজা। তখন নন-স্ট্রাইক আম্পায়ার আনিসুর রহমান আঙ্গুল তুলে ঘোষণা দেন যে, মাসাকাদজা আউট। আম্পায়ারের আঙ্গুল তোলার পরও উইকেটের ওপর দাঁড়িয়েছিলেন জিম্বাবুয়ে ওপেনার।

এমনকি ওই সময় উইকেট পড়ার আনন্দে বাংলাদেশী ক্রিকেটাররা উদযাপন শুরু করেন। তখনই আবার টিভি রিপ্লেতে দেখা যাচ্ছিল, সম্ভবত মাশরাফির বল মাসাকাদজার ব্যাটের ছোঁয়া লাগেনি। এ সময় একটু এগিয়ে এসে মাসাকাদজাকে কী যেন বললেন তামিম। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মাসাকাদজা। খুব কঠিনভাবে তামিমের কথার উত্তর দেন এবং রাগে-ক্ষোভে কয়েকবার শুন্যে ব্যাট ঘোরান।