ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাঠের বাইরের ঘটনা নিয়ে অঘোর মন্ডলের এক্সট্রা কাভার

প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

দীর্ঘদিন ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন অঘোর মন্ডল। দেশ ও দেশের বাইরের ক্রিকেটের নানা ঘটনার বাস্তব স্বাক্ষী তিনি। আর তাই দুই যুগ সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে অঘোর মন্ডল ক্রিকেট মাঠের বাইরের জানা-অজানা বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন তার নতুন ‘এক্সট্রা কাভার’ নামের বইটিতে।

রোববার রাজধানীর একটি হোটেলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দূর্জয়। আরো উপস্থিত ছিলেন দেশের ক্রিকেট অঙ্গনের শ্রদ্ধাভাজন জালাল আহমেদ চৌধুরী ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।

অনুষ্ঠানে অঘোর মন্ডল বলেন, এক্সট্রা কাভার ক্রিকেটের শব্দ হলেও এটি জীবনেরই একটা অংশ। ক্রীড়া সাংবাদিক হিসেবে ম্যাচ কাভার করতে গেলে শুধু ম্যাচ নয়, ম্যাচের বাইরেরও অনেক বিষয় চোখে পড়ে সেগুলোই জীবনের এক্সট্রা কাভার। এ রকম কিছু ঘটনা উঠে এসছে এক্সট্রা কাভার বইটিতে।

"
বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, অঘোর মন্ডল খেলাকে অন্তর দিয়ে লালন করতেন। এর প্রতিফলন আমরা তার লেখা প্রতিবেদনে দেখতাম। বইটিতে মাঠের বাইরের অনেক ঘটনা তুলে ধরা হয়েছে যা পাঠকদের ভালো লাগবে বলে আশা করি।

উল্লেখ্য, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডলের এটি তৃতীয় বই। লেখকের অপর দুটি বই ‘ইনজুরি টাইম’ ও ‘এক্সট্রা টাইম’ ব্যাপক পাঠক সমাদৃত হয়েছে। ক্রীড়াঙ্গনের এই খ্যাতিমান সাংবাদিক বর্তমানে স্পোর্টস এডিটর হিসেবে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভিতে কর্মরত আছেন।

এআরএস/বিএ