ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সেঞ্চুরি করেই ফিরলেন ওয়াটসন

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

টি-টোয়েন্টিতে সর্বশেষ অর্ধশত রান করেছিলেন কবে তা হয়তো নিজেও স্মরণ রাখতে পারেননি অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও অর্ধশতর মুখ দেখেছিলেন তাও প্রায় বছর পার হয়ে গেলো। অনেকেই এই ক্রিকেটারের শেষ দেখে ফেলছিলেন; কিন্তু ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে নেতৃত্বের আর্মব্যান্ড পরেই জ্বলে উঠলেন এই তারকা অলরাউন্ডার। ১২৪ রানের দানবীয় ইনিংস খেলেই নিজেকে প্রমাণ করলেন, এখনও ফুরিয়ে যাননি তিনি।

রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়াটসনের ১২৪ রানের উপর ভর করেই অস্ট্রেলিয়া ১৯৭ রানের বিশাল লক্ষ্য দেয় ভারতকে। ৭১ বল মোকাবেলা করে ১০টি চারের পাশাপাশি ৬টি ছক্কার মার মারেন তিনি। যদিও তার পরও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। রোহিত-কোহলি-রায়নাদের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হলো অসিদের।

টি-টোয়েন্টিতে সর্বশেষ চার বছর আগে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ওয়াটসন। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ওয়ানডের হাফসেঞ্চুরিটিও সর্বশেষ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পেয়েছিলেন। ওই ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এ অলরাউন্ডার। টেস্টে সর্বশেষ ভারতের বিপক্ষেই এই মাঠেই ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সব মিলিয়ে মোট ১১ ইনিংস পর অর্ধশতর দেখা পেলেন ওয়াটসন।

ওয়াটসন এ ম্যাচের আগে সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন ২০১৩ সালে ভারতের বিপক্ষে। নাগপুরে ওয়ানডে ম্যাচে ১০২ রান করার প্রায় আড়াই বছর পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তবে এদিন আরও একটি কীর্তি গড়েছেন এই অসি তারকা। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ক্রিকেটের হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করার বিরল গৌরব অর্জণ করলেন তিনি।

আরটি/আইএইচএস