ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মারেকে উড়িয়ে জোকারের ৬ষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন

প্রকাশিত: ১২:০৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

তৃতীয় সেটটাতেই যা একটু লড়াই জমিয়ে তুলতে পেরেছিলেন অ্যান্ডি মারে। সেটের মীমাংসা করতে নিয়ে গিয়েছিলেন টাইব্রেকার পর্যন্ত। তবুও পারলেন না মারে। টাইব্রেকারের শেষ শটে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট পেতেই মেলবোর্নে পার্কের টেনিস কোর্টে উপুড় হয়ে চুমু খেলেন নোভাক জকোভিচ। এরপর গুনে গুনে ১১বার কোর্ট চাপড়ালেন তিনি। ১১টি গ্র্যান্ড স্লাম জয়ের কী অভিনব এক উদযাপন। যার ৬টিই এলো এই কোর্ট থেকে। অ্যান্ডি মারেকে হারিয়ে ৬ষ্ঠবারেরমত অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন জকোভিচ।

আবারও নোভাক জকোভিচের পাওয়ার টেনিস দেখল বিশ্ব। যার সামনে স্রেফ খড়কুটোর মত উড়ে গেলো ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। প্রথম তিন সেটের প্রত্যেকটিতেই মারেকে হারিয়ে ৬ষ্ঠবারেরমত অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন সার্বিয়ান তারকা জকোভিচ। ব্যাবধান ৬-১, ৭-৫ এবং ৭-৬ (৭-৩)। ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ান ওপেনে রয় এমারসনের রেকর্ড। একই সঙ্গে ১১টি গ্র্যান্ড স্লাম জিতে টেনিসের দুই কিংবদন্তী বিয়র্ন বোর্গ এবং রড লেভারকে ছুঁয়ে ফেললেন জকোভিচ।

মেলবোর্ন পার্কে এর আগে আরও তিনবার ফাইনালে জকোভিচের মুখোমুখি হয়েছিলেন অ্যান্ডি মারে; কিন্তু প্রত্যেকবারেই পরাজয়ই তার অমোঘ নিয়তি। চতুর্থ ম্যাচে এসেও পারলেন না ভাগ্যটাকে পাল্টাতে। বরং, উল্টো পরাজয়ের কঠিন ক্ষত সঙ্গে নিয়েই পোডিয়ামে দাঁড়াতে হলো রানারআপ ট্রফির জন্য। শুধু জকোভিচের বিপক্ষেই নয়, এ নিয়ে মোট পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে একবারও জিততে পারলেন না মারে।

এদিন শুরু থেকেই লড়তে হয় মারেকে। ম্যাচ শুরুর আগে থেকেই ছিল উত্তেজনা। কারণ লড়াইটা বিশ্বের এক নম্বর আর দুই নম্বরের। তার ওপর, মারের সামনে প্রতিশোধের মঞ্চ। এ কারণে প্রথম থেকে উত্তেজনার পারদ ছড়িয়ে সেটের শুরু আর শেষের গেম দুটিতে জোকোভিচের সার্ভিস ব্রেক করার কাছাকাছি চলে গিয়েছিলেন মারে। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না। দুবারই ব্রেক পয়েন্ট থেকে বেঁচে ফিরলেন জোকোভিচ। শেষ পর্যন্ত জোকার সেটটা জিতে নিলেন ৬-১ গেমে।

দ্বিতীয় সেটও জোকার জিতলেন ৭-৫ গেমে। তবে এই সেটে বেশ প্রতিদ্বন্দ্বিতা হলো। এই সেটের প্রতিটি পয়েন্টের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে হয়ে জকোভিচকে। তবে মারের জন্য দুর্ভাগ্যের ছিল, ম্যাচের শুরু থেকেই ফোরহ্যান্ড নিয়ে ভুগছিলেন তিনি। নেট পয়েন্টগুলোও জিততে পারছিলেন না। তৃতীয় সেটেই হলো যা লড়াই। কারণ, ম্যাচটা যে গড়িয়েছিল টাইব্রেকার পর্যন্ত। যে যার সার্ভিস জিতে নেওয়ায় ৬-৬ থাকা গেমটি গড়াল টাইব্রেকারে। তাতে পুরো দাপট ছিল জোকোভিচের। ৭-৩ পয়েন্টে জিতে সেটের সঙ্গে ম্যাচটাও জিতে নিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফিটাও।

আইএইচএস