জিতেই চলেছে ইংলিশ যুবারা
জিম্বাবুয়েকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ১২৯ রানের বিশাল জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে উঠলো প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নরা। জ্যাক বার্নহ্যামের দুর্দান্ত সেঞ্চুরির পর সাকিব মাহমুদের বোলিং তোপে সহজ জয় পায় ইংল্যান্ড।
ইংল্যান্ডের দেওয়া ২৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ১৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা। এক প্রান্তে জেরেমি আইভিস দারুণ লড়াই করলেও যোগ্য সঙ্গীর অভাবে বড় হার মানতে হয় তাদের। নিয়মিত বিরতিতে উইকেট পড়ার ফলে ৪৩.৪ ওভারে মাত্র ১৫৯ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ের যুবারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন আইভিস। ১৩২ বলে ৯টি চারের সাহায্যে দারুণ এই ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন অধিনায়ক ব্র্যান্ডেন বাভুতা। ইংল্যান্ডের পক্ষে ৩৯ রানে ৪টি উইকেট পান সাকিব মাহমুদ। এছাড়া ১৪ রানে ৩টি উইকেট পান কলাম টেলর।
এর আগে রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড এবং শুরুটাও করে দুর্দান্ত। ওপেনিং জুটিতে ৯১ রান সংগ্রহ করেন ড্যান লরেন্স ও ম্যাক্স হোল্ডেন। ২০তম ওভারে লরেন্স আউট হলে উইকেটে নামেন জ্যাক বার্নহ্যাম। হোল্ডেনকে নিয়ে ৭৩ রানের আরও একটি দারুণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান বার্ন্যোম। শেষ দিকে পঞ্চম উইকেট জুটিতে অ্যানিউরিন ডোনাল্ড ও স্যাম কারেন ৩৪ বলে ৬২ ঝড়ো ইনিংস খেললে, শেষ পর্যন্ত ২৮৮ রানের বড় সংগ্রহ পায় ইংলিশরা।
দলের পক্ষে সর্বোচ্চ ১০৬ রান করেন বার্নহ্যাম। ১০৪ বলে ৫টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। দুই ওপেনার ড্যান লরেন্স ৬৭ বলে ৫৯ ও ম্যাক্স হোল্ডেন ৯০ বলে ৫১ রান করেন। এছাড়া শেষ দিকে অ্যানিউরিন ডোনাল্ড ১৭ বলে ২৫ ও স্যাম কারেন ১৬ বলের ৩২ রানের দুটি কার্যকরী ইনিংস খেলেন। জিম্বাবুয়ের পক্ষে রুগারে মাগারিরা ৩৬ রানে পান ২টি উইকেট।
আরটি/আইএইচএস