ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

২৯১ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৩:৪২ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের দেওয়া ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০১ রান।

এর আগে মোহাম্মদ হাফিজ ও বাবর আজমের বড় দুটি ফিফটিতে ২৯০ রান করে সফরকারী পাকিস্তান। তবে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক আজহার আলি ৩ ও আহমেদ শেহজাদের ১২ বিদায়ে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। এরপরই হাফিজ ও বাবরের ব্যাটে শক্ত প্রতিরোধ গড়ে সফরকারীরা।

টপ অর্ডারের এই দুই ব্যাটসম্যান এসময় ১৩৪ রানের জুটি গড়েন। ৫টি করে চার-ছয়ে ৬০ বলে ৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে হাফিজ ফিরে গেলে ভাঙে এই জুটি। এরপর শোয়েব মালিককে নিয়ে ৬১ রানের আরেকটি দারুণ জুটি গড়েন বাবর। মালিক ৩২ বলে ফেরার পর অবশ্য ৮৩ রানে দ্রুতই ফিরে যান তিনি। নিজের ইনিংসটি ১০ চার ও ১ ছয়ে ৭৭ বলে সাজিয়েছেন বাবর।

শেষদিকে অবশ্য আর কেউ বড় কোন অবদান রাখতে পারেননি। মোহাম্মদ রিজওয়ান ১৬ ও ওয়াহাব রিয়াজ ১১ রান করে ফেরেন। কিউইদের হয়ে অ্যাডাম মিলনে ৩টি ও ট্রেন্ট বোল্ট-ম্যাট হেনরি দুটি করে উইকেট নিয়েছেন।

এমআর/এমএস