ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দলে ডাক পেয়েছেন ম্যাককালাম

প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

পাকিস্তানের বিপক্ষে রোববার অনুষ্ঠিতব্য শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড দলে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া ব্রেন্ডন ম্যাককালাম। হার্ড হিটিং ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিলের খেলা নিয়ে সংশয় দেখা দেয়ায় অধিনায়ক ম্যাককালামকে দলে ডাকা হয়েছে।

শনিবার অনুশীলনের সময় গাপটিলের গোঁড়ালিতে আঘাত লাগে। এ কারণেই তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছেন কোচ মাইক হেসন। এদিকে পিঠের ইনজুরির কারণে ক্যারিয়ারের শেষের দিকের সিরিজটা মোটেই ভালো কাটেনি অধিনায়ক ম্যাককালামের। তবে শেষ ম্যাচে দলে ফেরার আশাবাদ রয়েছে।

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ম্যাককালাম। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরে বেশ স্বস্তি অনুভব করছেন জানিয়ে ম্যাককালাম বলেছেন, ‘বেশ কয়েকটি শট ভালোই খেলেছি। যদিও এটা শতভাগ নয়, তারপরেও আশা করছি কালকের মধ্যে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবো।’

টোয়েন্টি২০ সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানো স্বাগতিক নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে ৭০ রানে জয়ী হলেও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। সে কারণেই সিরিজে জিততে হলে অকল্যান্ডে জয়ী হওয়াটা জরুরি।

হেসন জানিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারলে গাপটিলকে নিয়ে তিনি কোনো ঝুঁকি নেবেন না। এই ধরনের ইনজুরিতে সাধারণত এক থেকে দুইদিনের আগে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যায় না।

ম্যাককালাম ও গাপটিলের কেউই যদি খেলতে না পারেন তবে টম ল্যাথামই ইনিংস ওপেন করবেন। অস্ট্রেলিয়া সিরিজের জন্যও শনিবার ঘোষিত ওয়ানডে স্কোয়াডে ল্যাথামকে ডাকা হয়েছে। ইতোমধ্যেই ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছেন না রস টেইলর, টিম সাউদি ও মিশেল ম্যাকক্লেনেঘান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কিউই স্কোয়াড : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি আন্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, গ্র্যান্ড এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, কোলিন মুনরো, হেনরি নিকোলাস, লুক রঞ্চি, মিশেল সান্টনার এবং কেন উইলিয়ামসন।

বিএ