ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অঘটন ঘটাতে চায় স্কটল্যান্ড

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নামিবিয়ার কাছে নয় উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে স্কটল্যান্ড। আগামীকাল (রোববার) তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকলেও ভয় পাচ্ছে না স্কটিশরা। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। ঘটাতে চায় কোন অঘটন। যাতে মূল পর্বে খেলার স্বপ্ন টিকে থাকে। এমনই স্বপ্নের কথা জানালেন স্কটিশ অধিনায়ক নেইল ফ্ল্যাক।

রোববার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে ফ্ল্যাক বলেন, ‘বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারি আমরা। প্রথম ম্যাচে দিনটি আমাদের ভালো যায়নি। ক্রিকেট একটা মজার খেলা, যে কোনো কিছুই হতে পারে। কে জানে, হয়ত স্কটল্যান্ড ঠিকই গ্রুপ পর্ব উতরে যাবে এবং বড় অঘটন ঘটিয়ে দেবে!’

আগের ম্যাচে হেরে গেলেও এখনও নিজেদের আশা দেখছেন স্কটিশ অধিনায়ক, এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের হারটা ছিল হতাশাজনক। এমন হার মেনে নেওয়া কঠিন। আরও দুটি ম্যাচ বাকি আছে, দুটিই কঠিন। দেখা যাক, আমরা অঘটন ঘটাতে পারি কি না। বিশ্বকাপ এখনও শেষ হয়ে যায়নি। অবশ্যই আমরা এখনও গ্রুপ পর্ব পেরোতে পারি।’

টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। এশিয়ার এই সহযোগী দেশটিকে উদাহরণ হিসাবে দেখছেন ফ্ল্যাক। এ নিয়ে বলেন, ‘নেপাল আমাদের অনুপ্রেরণা হতে পারে। আর অপ্রত্যাশিত ফল ক্রিকেটে আগে অনেকবারই হয়েছে। আবার কেন হবে না? কোয়ালিফাইংয়েও সবার প্রত্যাশাকে ছাড়িয়ে আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। এখন বিশ্বকাপেও আমরা দেশকে গর্বিত করতে চাই। সেটা না করে আমরা ফিরতে চাই না।’

আরটি/আইএইচএস