ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এমসিএলে প্রথম ম্যাচে শেবাগ-সাঙ্গাকারাদের বিশাল জয়

প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

জয় দিয়ে মাস্টার্স চ্যাম্পিয়নস ক্রিকেট লিগে (এমসিএল) যাত্রা শুরু করলো বিরেন্দার শেবাগ-কুমার সাঙ্গাকারার দল জেমিনি অ্যারাবিয়ানস। প্রথম আসরের উদ্বোধনী ম্যাচে জেমিনি অ্যারাবিয়ানস ৭৮ রানে হারিয়েছে জক ক্যালিসের লিবরা লিজেন্ডসকে।

দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লিবরা অধিনায়ক ক্যালিস। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রান করে জেমিনি অ্যারাবিয়ানস।

উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার ৪৩ বলে ৮৬, রিচার্ড লেভির ৪৩ বলে ৬২ ও ব্র্যাড হজের ১৯ বলে অপরাজিত ৪৬ রানের কল্যাণে এ বিশাল স্কোল দাঁড় করায় অ্যারাবিয়ানস। লিজেন্ডসের পক্ষে ১টি করে উইকেট নেন ইয়ান বাটলার, ব্র্যাড হগ ও রায়ান টেন ডসেট।

জবাবে জেমিনি অ্যারাবিয়ানসের বোলিং তোপে ৮ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি লিবরা লিজেন্ডস। দলের পক্ষে ডসেট ৩৭ বলে ৫৩, টিম অ্যামব্রোস ২৭ বলে ৩০ রান করেন।

জেমিনি অ্যারাবিয়ানসের কাইল মিলস, নাভেদ-উল-হাসান ও মুত্তিয়া মুরালিধরন ২টি করে উইকেট নেন।

বিএ

আরও পড়ুন