ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফাইনালে জকোভিচের সঙ্গী মারে

প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তৃতীয় বারের মোত মুখোমুখি হবেন স্কটিশ তারকা এন্ডি মারে এবং সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রায় চার ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে কানাডার মিলোস রায়োনিককে হারিয়ে ফাইনালের টিকেট কাটেন মারে।

শুক্রবার পাঁচ সেটের মারে প্রথম সেটে রায়োনিকের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে চলে যান। কিন্তু পরের সেটে খেলায় ফিরে আসেন তিনি। তৃতীয় সেট ট্রাইব্রেকারে হারলেও শেষ দুই সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন মারে। শেষ পর্যন্ত ৪-৬, ৭-৫, ৬-৭ (৪/৭), ৬-৪ ও ৬-২ গেমে রায়োনিককে হারান এই স্কটিশ তারকা। এই নিয়ে পঞ্চম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন মারে। কিন্তু এখনও শিরোপা অধরাই রয়ে গেছে তার।

আগের দিন রজার ফেদেরারের বিপক্ষে জয় তুলে ফাইনালে উঠেছেন বিশ্বের একনম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ। আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবেন এই দুই তারকা। এর আগে ২০১২ সালে ইউএস ওপেন এবং ২০১৩ সালে উইম্বলডনের জকোভিচকে হারিয়েই ক্যারিয়ারের দুটি গ্র্যান্ডস্ল্যাম জয় করেন মারে।

আরটি/এএইচ/পিআর