ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ড যুবাদের শুভ সূচনা

প্রকাশিত: ১০:৫০ এএম, ২৯ জানুয়ারি ২০১৬

ড্যান লরেন্স ও কালাম টেইলরের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর সাকিব মাহমুদের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পেয়েছে ইংলিশ যুবারা। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ৬১ রানে হারিয়ে শুভ সূচনা করলো ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

ইংল্যান্ড যুবাদের দেওয়া ২৮৩ রান তাড়া করতে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের তোপে পড়ে ক্যারিবীয়রা। স্কোর বোর্ডে কোনো রান না তুলতেই দুই উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। তৃতীয় উইকেট জুটিতে কেসি কার্টিকে নিয়ে দলের হাল ধরেন গিড্রন পোপ। ৮৪ রানের দারুণ জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন এই দুই ব্যাটসম্যান। তবে ড্যান লরেন্সের জোড়া আঘাতে ১ রানের ব্যাবধানে সেট দুই ব্যাটসম্যান ফিরে গেলে আবারো চাপে পড়ে যায় তারা।

এরপর ষষ্ঠ উইকেট জুটিতে জাইদ গুলিকে নিয়ে ৯০ রানের আরো একটি দারুণ জুটি গড়েন কিমো পল। কিন্তু দলীয় ১৯৩ রানে গুলি আউট হবার পর নিয়মিত বিরতিতে উইকেট পরতে থাকলে শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ যুবারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন কিমো পল। ৫৮ বলে ৭টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ৬০ বলে ৬টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন গিড্রন পোপ। ইংল্যান্ডের পক্ষে সাকিব মাহমুদ ৪২ রানে ৪টি উইকেট পান। এছাড়া স্যাম কারণ ও ড্যান লরেন্স ২টি করে উইকেট পান।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ওপেনার ড্যান লরেন্স এবং মিডেল অর্ডারে কালাম টেইলরের দুটি হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৮২ রানের লড়াকু সংগ্রহ করে ইংলিশরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন টেইলর। ৬৭ বলে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ আসে লরেন্সের ব্যাট থেকে। ৫৬ বলে ৮টি চারের সাহায্যে ৫৫ রান করেন তিনি। এছাড়া জর্জ বার্টলেট ৪৮, জ্যাক বার্নহাম ৪৪ ও স্যাম কারন ৩৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গিড্রন পোপ ৪৫ রানে ২টি উইকেট পান।

আরটি/আরএস/পিআর