ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানল পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। প্রচন্ড বৃষ্টির কারণে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে । নিউজিল্যান্ডের নেপিয়ারে ম্যাচটি হওয়ার কথা ছিল । বৃষ্টিতে মাঠ খেলার অনুপুক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার।

নেপিয়ারে স্থানীয় সময় ২টায় খেলা শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। বেলা পৌনে ৫টার দিকে বৃষ্টি থামলেও মাঠ আর খেলার উপযোগী না হওয়াই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিকরা।

এমআর/আরআইপি